শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিইউএইচএস পরিবারের বিনম্র শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিইউএইচএস পরিবারের বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস পরিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বিইউএইচএস-এর এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ সেন গুপ্ত ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো.জাহিদ হাসান ও অকুপেশনাল এন্ড এনভাইরনমেন্টাল হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এইচ ফারুকী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. শেখ আকতার আহমদ শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের স্বাধীনতার জন্য শহীদ বুদ্ধিজীবীদের বিরোচিত আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের দেশপ্রেমের আদর্শ যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।