শোক বার্তা

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)- এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রাক্তন সদস্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক  গত ৫ ডিসেম্বর ২০২৩ ইং (মঙ্গলবার) সকাল ৯.৪০টায় বার্ধক্য জনিত কারনে নিজ প্রতিষ্ঠিত হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বাস্থ্য সেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন এবং ২০০৬ সালে তিনি জাতীয় অধ্যাপক হিসেবে অধিষ্ঠিত হন।

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে বিইউএইচএস পরিবারের সকল সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান-এর পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম গভীর শোক প্রকাশ করেন।  

অধ্যাপক ডা. ফরিদুল আলম, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও এর সার্বিক অগ্রগতিতে জাতীয় অধ্যাপক আব্দুল মালিক স্যারের অসামান্য অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, কীর্তিমান মানুষ জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক দেশের স্বাস্থ্য সেবায় বিশেষ করে হদরোগ চিকিৎসায় অনন্য ভূমিকা রাখার জন্য সবার মাঝে চির অম্লান হয়ে থাকবেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

বিইউএইচএস পরিবার