মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিইউএইচএস পরিবারের বিনম্র শ্রদ্ধা
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিইউএইচএস পরিবারের বিনম্র শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস পরিবার।
বিইউএইচএস-এর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ১৬ ডিসেম্বর মহান দিবস সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ বীরদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিইউএইচএস-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. শেখ আকতার আহমদ দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ বীর শহীদের বীরোচিত আত্মত্যাগ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোন ও সকল বীর মুক্তিযোদ্ধার অপরিসীম অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি দেশ গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশ তথা সর্ব ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।